SOCIAL RESPONSIBILITY
JAGRIK NAME:- khadija khatun
ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU
TASK: মৌলিক অধিকার:- ১
গোল্ড টাস্ক:
তোমার চেয়ে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর একটি শিশুর স্বপ্ন/চাহিদা/আকাঙ্ক্ষা কি তা জানো ।তার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাদের পরিবার-পরিজন আর বন্ধু-বান্ধবের থেকে চাঁদা তোল ।
আমার বাড়ির পাশে একটি দুর্বল শিশু ছিল তার অনেক স্বপ্ন ছিল যে সে ভালো স্কুলে পড়বে ভালো জামা কাপড় পড়বে ভালো খাবার খাবে ভালোভাবে মা বাবার ভালোবাসা পাবে এইসব স্বপ্ন চাহিদা তার ছিল তার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি একদিন আমার বন্ধু বান্ধবদের সাথে মিলে বাড়ি বাড়ি দোকান দোকান চাঁদা চাইতে গেলাম তখন আমাকে একজন ব্যক্তি বললেন যে তোমরা বাচ্চাটাকে সাহায্য করে কি পাবে তখন আমি বললাম যে একটা দিন সকলের গিয়েছে এরকম। আমরাও বুঝি বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে তাই আমরা সব বন্ধুরা মিলে বাচ্চাটির জন্য বাড়িতে দোকানে চাঁদা তুললাম।তুলে বাচ্চাটিকে একটি খেলনা গাড়ি কিনে দিলাম আর একটি ভালো সরকারি স্কুলে ভর্তি করলাম কাজটি করেছে আমরা সবাই খুশি হলাম এতে একটি দুর্বল শিশুর স্বপ্ন চাহিদা কিছুটা কমলো।
PROCESS/EXPERIENCE:- এটা থেকে আমার অভিজ্ঞতা হল যে আমরা অনেক সময় ভাবি যে সাহায্য চাইব কি করে বা চাইলে পাবো কিনা কিন্তু আমি বুঝতে পারলাম যে সাহায্য সব সময় চাইলে পরে সাহায্য করার জন্য অনেক মানুষ এগিয়ে আসে।
LEARNING:-: এটা থেকে আমি শিখতে পারলাম যে প্রত্যেকেরই প্রত্যেককে দরকার।
CHALLANGE:- কাজটি করতে আমার খুব ভালো লেগেছে।




