CHILD RIGHTS AND EMPOWERMENT

JAGRIK NAME:- REJINA KHATUN

ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU

 

TASK মৌলিক অধিকার:-

    গোল্ড টাস্ক:  

শিশুর অধিকার নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংগঠন এ একটা দিন কাটাও। কোনও শিশুর অধিকার খর্ব হলে এই সংগঠনের পক্ষ থেকে কি কি প্রত্যাখ্যান ব্যবস্থা গ্রহণ করা হয় তা জানার জন্য কয়েকটি কেস স্টাডি করো। এ সম্পর্কে তোমার যা অভিজ্ঞতা হবে তা নিয়ে একটি নিবন্ধ বা ব্লগ লিখার সহ জাগরীকদের কাছে তোমার উপলব্ধি ব্যক্ত করো।

 


আমি রেজিনা খাতুন ।আমি এবিসিডি নামে একটি এনজিও তে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম যে তারা শিশুদের কত রকমের যৌন নির্যাতন হয় সেই ব্যাপারে ক্লাস চলছে ।সেই ক্লাসে ছিল সৌম্য সরকার। যার সঙ্গে বিভিন্ন রকমের যৌন নির্যাতন হয়েছে আমি সারাদিন থেকে উপলব্ধি করলাম যে যৌন নির্যাতন শুধু শারীরিক হয় না আরো বিভিন্ন রকমের হয় যেমন মানসিক, অর্থনৈতিক ,অশ্লীল ছবি দেখানো ও শারীরিক অঙ্গপ্রত্যঙ্গে হাত দেওয়া এবং এই সমস্ত নির্যাতন থেকে কিভাবে নিজেকে সেফ রাখা যায় সেটা ভালোভাবে বুঝতে পারলাম বা উপলব্ধি করলাম।

 

 

PROCESS/EXPERIENCE:- এই এনজিও তে এসে আমার অভিজ্ঞতা হল যে  বাচ্চাদের প্রতি যে এত রকম নির্যাতন হয় সেটা আমার এত জানা ছিল না এখানে এসে আমি সেগুলো জানতে পারলাম।

 

LEARNING:- আমি এখানে এসে শিখলাম যে বাচ্চাদের কিভাবে সুরক্ষিত রাখা যায় ।

 

CHALLANGE:-