ADVANCEMENT OF SOCIETY WITH OUR FAMILY
JAGRIK NAME:-PRARTHANA MONDAL ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU
TASK: - মৌলিক অধিকার:-৫
সিলভার টাস্ক:
]তোমার পরিবারের তিনটি প্রজন্মের একটি বংশবৃক্ষ তৈরি করো।এরমধ্যে প্রত্যেকের নাম লিঙ্গ শিক্ষাগত যোগ্যতা সহ উল্লেখ করতে হবে কার কোন বয়সে বিয়ে হয়েছিল।এটাকে বিশ্লেষণ করে দেখো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারের শিক্ষালাভের স্তর আর বিবাহের বয়সে কোন বদল এসেছে কি না। এটাকে একটা চারটের মতো তৈরি করে তোমার বিস্তৃত পরিবারকে দেখাও। ১ শিক্ষাগত যোগ্যতা ১] (পশুপতি মন্ডল)-এর শিক্ষাগত যোগ্যতা হল প্রাথমিক বিদ্যালয়ের (ক্লাস-২) পর্যন্ত। (পুষ্পরানী মন্ডল)-এর শিক্ষাগত স্তর হল আগেকার দিনের কালে আমাদের মেয়েদের কে কোন প্রাধান্য দেয়া হতো না। সেই কারণে কোনো ইচ্ছে থাকলেও কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই বিদ্যালয় পর্যন্ত আর যাওয়া হয়নি। 2] (স্বপন মন্ডল) পশুপতি মন্ডল এর প্রথম সন্তান তার শিক্ষাগত স্তর হলো উচ্চ বিদ্যালয়ের (ক্লাস-৬) পর্যন্ত এবং তার স্ত্রী (জ্যোৎস্না মণ্ডল) এর শিক্ষাগত স্তর উচ্চ বিদ্যালয়ের (ক্লাস -৫) পর্যন্ত পড়াশোনা করেন এবং ৫ ক্লাস পাস করার পর আর্থিক অবস্থার জন্য পড়াশোনা হয়নি। ৩](প্রার্থনা মন্ডল) বর্তমানে আমি আমার শিক্ষাগত স্তরে ( B.A- 1year ) পর্যন্ত আর (সুব্রত মন্ডল) এর শিক্ষাগত স্তর( B.A- 1year )পর্যন্ত । ২ বিবাহ পশুপতি মন্ডল (পুরুষ) পুষ্পরানী মন্ডল (স্ত্রী) -বিবাহ হয়েছিল ২২ বছর। - বিবাহ হয়েছিল ১0বছর। স্বপন মন্ডল (পুরুষ) জ্যোৎস্না মণ্ডল (স্ত্রী) -বিবাহ হয়েছিল ২৬ বছর। - বিবাহ হয়েছিল ১৪বছর। প্রার্থনা মন্ডল (স্ত্রী) সুব্রত মন্ডল (পুরুষ) -বিবাহ হয়েছিল ১৮ বছর। - বিবাহ হয়েছিল ২২ বছর।
PROCESS/EXPERIENCE:- এই লার্নিং থেকে আমার এই অভিজ্ঞতা হল যে যদি ঠিকঠাক বয়সে বিয়ে হয় বিশেষ করে 18 পরে বিয়ে হয় তাহলে পরে ছেলেই হোক মেয়ে হোক তারা সব দিক থেকে অনেকটা উন্নত হতে পারে।
LEARNING:- *এটাকে বিশ্লেষণ করলে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের বিপুল পরিবর্তন ঘটেছে। শিক্ষাগত দিক থেকে এবং বিবাহ দিক থেকে ।
CHALLANGE:- এগুলো জানতে আমার অনেক পুরনো ডকুমেন্টস দেখে তৈরি করতে হয়েছে তার জন্য অনেক কষ্ট হয়েছে।




