COVID-19 SITUATION
JAGRIK NAME:- ARPITA DEVNATH
ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, (BAPU)
করোনা এমন একটা ভাইরাস যার জন্য বর্তমানে সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু উন্নত দেশগুলো এই ভাইরাসের দ্বারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সব উন্নত দেশগুলোতে প্রচুর পরিমাণে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা এই ভাইরাসের মোকাবিলা করতে সক্ষম নয়। আমাদের দেশে করোনাভাইরাস এখন প্রচুর পরিমাণে ছড়ায়নি। সঠিক সময় দেশে লকডাউন থাকার কারণে করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশগুলোর তুলনায় কম। এখন এই ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি এর জন্য লকডাউন একমাত্র ভরসা, এই মহামারী সাথে লড়াই করার জন্য তাই সবার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করছি লকডাউন কেউ হালকা ভাবে নেবেন না লকডাউন সঠিকভাবে মানা উচিত। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পাশে থাকুন। তাদের নেওয়া সিদ্ধান্ত গুলো সঠিকভাবে পালন করুন। তারা আমাদের ভালোর জন্য এই সিদ্ধান্ত গুলো নিচ্ছে। যেসব মানুষ সারাদিন পরিশ্রম করছে আমাদের সুস্থ রাখার জন্য, তাদের পাশে থাকা উচিত। তাদের জন্য প্রার্থনা করা উচিত। ডাক্তার নার্স যারা তাদের জীবনের পরোয়া না করে করোনা আক্রান্ত মানুষের সেবা করে চলেছে, তাদের সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের পাশে থাকা উচিত। আমাদের দেশের বা রাজ্যের পুলিশ নানানভাবে স্থানীয় মানুষদের সতর্ক করছে হাঁচি কাশি হলে ডাক্তার দেখান অযথা কেউ ভয় পাবেন না, এবং কাউকে আতঙ্কিত করবেন না লকডাউন মেনে চলুন ঘরে থাকুন সুস্থ থাকুন। পুলিশ বা প্রশাসনের পাশে থাকুন। আমরা সবাই সচেতন থাকলে পড়না নামক মহামারীর ঝড় একদিন নিশ্চয়ই থেমে যাবে আমরা একদিন নিশ্চয়ই করোনা মুক্ত ভোর দেখতে পারবো।




