EFFECT OF CHILD MARRIAGE
JAGRIK NAME:-GOLAPSHA KHATUN ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU
TASK: মৌলিক অধিকার:-১
সিলভার টাস্ক:
তোমার পাড়ার প্রতিবেশী এমন কয়েকজন পুরুষ আর মহিলা খুঁজে বের করো যাদের কম বয়সে বিয়ে হয়ে গেছে ।এর ফলে তাদের স্বাস্থ্য শিক্ষা লাভ তাদের আর্থিক অবস্থা আর রোজগারের সুযোগ সুবিধার কী প্রভাব পড়েছে সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা শুনে সেসব কথা বোঝার চেষ্টা করো আর সেগুলো নথিবদ্ধ করে রাখ এসব করে তুমি যা জানতে পারবে সেসব কথা বিদ্যালয়ের ছাত্র সমাবেশে বা গ্রাম প্রধানকে বা বালক পঞ্চায়েতকে বা সংশ্লিষ্ট কর্তব্য বাহক কে জানাও। আমার বাড়ির পাশে একটি পুরুষ ও একটি মহিলা ছিলেন যাদের খুব কম বয়সে বিয়ে হয়েছিল এবং নিয়ম অনুযায়ী তাদের খুব অল্প বয়সে বিয়ে দেয়া হয়েছিল কিন্তু মেয়েটির বিয়ে করার কোন ইচ্ছে ছিল না কারণ মেয়েটি কিছু বুঝতো না সেইভাবে ছেলেটিও কিছু বুঝতো না তাদের একসঙ্গে বসবাস করার জন্য জোর করা হয় এবং তাদের দুটি সন্তান জন্ম নেয় তারপর সেই ছেলেটি বাইরের দেশে চলে যায় এবং ছেলেটি তার দুই ছেলের কোনো দিন খোঁজ নেয় না এবং সেই ছেলে দুটো তার মার কাছে থাকে ।এই কারণে কম বয়সে বিয়ে দিতে হয় না কারণ অনেক রকম সমস্যা পরবর্তীকালে দেখা যায়।
PROCESS/EXPERIENCE:- এটা থেকে আমার অভিজ্ঞতা হল যে সমাজে যে 18 বছরের নিচে বিয়ে হয় তাতে যে পরিমাণ ক্ষতি হয় ছেলে এবং মেয়েদের সেটা যেন পুনরায় না ঘটে সেটা আমাকে খেয়াল রাখতে হবে।
LEARNING:- আমি এই কাজটা করতে গিয়ে শিখতে পারলাম যে অল্প বয়সে বিয়ে হলে কি কি পরিমাণ ক্ষতি হয় ক্লাস তারা কত দূর কত রকম অধিকার থেকে বঞ্চিত হয় সেটাই আমি শিখলাম।
CHALLANGE:- আমার আশেপাশে চেনা পরিচয় যাতে আর অল্প বয়সে বিয়ে দেওয়া হয় সেটা ছেলেই হোক আর মেয়ে হোক আমি সেই চেষ্টাটাই করবো এটাই আমার কাছে ছিল জীবনে চ্যালেঞ্জ।




