SOCIAL BONDING

 

JAGRIK NAME:-SONIYA KHATUN

ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU

 

TASK:  মৌলিক অধিকার

  সিলভার টাস্ক:

 

তোমাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে কয়েক ঘন্টা কাটাও আর তোমার নিকট বর্তী বস্তি বা নিম্ন আয়ের লোকজন থাকা এলাকায় বসবাসকারী একজন দরিদ্র ব্যক্তির সঙ্গে এক দিন কাটাও এরপর তোমার অভিজ্ঞতা ব্যক্ত করো তোমার শ্রেণিকক্ষে সেইসঙ্গে ধনী ব্যক্তি থেকে অনুপ্রাণিত করো যাতে তিনি দরিদ্র ব্যক্তির উন্নয়নের জন্য তাকে সাহায্য করার জন্য কিছু দান করেন

        আমাদের সমাজে সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে কয়েক ঘণ্টা কাটিয়ে আমি দেখলাম যে সেই ধনী ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তি কে একটি জায়গা দান করে দেন এবং সেই গরীব ব্যক্তিটি খুব খুশি হয় তার কিছু ছিলনা সেই দেখে ওই বড়লোক ব্যক্তি তাকে একটি বাড়ি তৈরি করে দেয় এবং সেই গরীব ব্যক্তি খুশি হয়ে বড়লোক ব্যক্তি কে জড়িয়ে ধরে বললেন আমি খুব খুশি হলাম আমার তো কিছুই ছিলনা আগে আজ তুমি আমাকে জায়গা দিলে বাড়ি দিলে আমার ছেলেমেয়েদের পড়াশোনার খরচ সব দায়িত্ব নিলে আমার এত বড় উপকার করলে আমি কোনদিন ভুলবো না এই কারণে ওই ধনী ব্যক্তি ধনী ব্যক্তির উন্নয়নে সাহায্য করলেন

 

PROCESS/EXPERIENCE:- এই কাজটি করে আমার অভিজ্ঞতা হল যে এখনো আমাদের সবার পাশে সবাই দাঁড়ানোর চেষ্টা করে এবং সাহায্য করার চেষ্টা করে।

LEARNING:- আমি এই কাজটি করে শিখতে পারলাম যে আমাদের সবাইকেই সবার সব সময় দরিদ্রের পাশে থাকা উচিত এবং তাদের সাহায্য করা উচিত।

 

CHALLANGE:- চ্যালেঞ্জ বলতে আমি এটাই বুঝতে পেরেছি যে অনেক ধনী ব্যক্তি দরিদ্রদের সাহায্য করতে কিন্তু এড়িয়ে গেছে কিন্তু কিছু ধনী ব্যক্তি আবার সাহায্য করার জন্য এগিয়ে এসেছে।