Story of jagrik involvement under@COVID-19 by BAPU
JAGRIK NAME:- Pinki Haldar
ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU
করোনা নিয়ে আমার বক্তব্য হল করোনা নামক ভাইরাস ধীরে ধীরে মহামারী আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত করোনাভাইরাস এ বেশি প্রভাব পড়েছে উন্নত মানের দেশ গুলি যেমন আমেরিকা ইতালি প্রভৃতি। আমাদের দেশ ইন্ডিয়া সঠিক সময় লকডাউন রাখাতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েনি। আমার মতে আমরা যদি লকডাউন মেনে চলি এবং দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোই তাহলে কম ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু এই করোনা ভাইরাসের কোন প্রতিরোধ ওষুধ তৈরি হয়নি। আমার মতে উচ্চ শ্রেণি ও নিম্ন শ্রেণীর মানুষের তুলনায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বেশি কষ্ট কারণ তারা মান সম্মানের জন্য প্রাণ চাইতে পারে না আবার আর্থিক সুবিধা পায় না। আমার মতে প্রশাসনের সেইদিকে একটু নজর দেওয়া দরকার। করোনা ভাইরাস এর জন্য আমার এবং অনেক ছাত্র-ছাত্রীর ক্ষতি হয়ে গেল। আবার এটাও ঠিক এই করোনাভাইরাস এর জন্য আমি বা আমরা পরিবারকে অনেক সময় দিতে পারলাম বা একসাথে কাটাতে পারলাম। এই লগনে আমি ও আমার পরিবার সময় কাটাচ্ছি বিভিন্ন রকমের গেম খেলে ও মুভি দেখে। করোনা ভাইরাস নিয়ে আমার সতর্কতাঃ হল-দরকার ছাড়া বাড়ি থেকে বেরোবেন না যদি বের হন প্রতিটা মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন বাড়িতে এসে জামাকাপড় ছাড়ুন মুখ হাত পা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে মুখে মাক্স রাখুন । ও খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোবেন।




