Story of jagrik involvement under@COVID-19 by BAPU

JAGRIK NAME:-   PARTHANA MONDAL

ORGANIZATION: - Bhabna Association for Peoples Upliftment, BAPU

 

করোনা সম্পর্কে আমার মতামত-

করো না হলো এমন একটি রোগ যা আবিষ্কার করেছিল চীন দেশের কোন পরীক্ষাগার। যার আবিষ্কারের ফল গোটা পৃথিবীর দেশ গুলিকে মহামারীর কবলে ফেলেছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই খারাপ সময়ে আমাদের মুখে মাস বা রুমাল যেন নিশ্চয়ই থাকে এছাড়া খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং একে অপরের থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে । কেউ হাঁচি বা কাশি দিলে তার থেকে দূরে সরে দাঁড়ান এই অবস্থায় অনেক গরীব-দুঃস্থদের প্রাণ দান করা উচিত বিশেষ করে যাদের বাড়ি ঘর নেই ভাই এক কথায় ভবঘুরেদের এটি দেওয়া দরকার এবং এই সময়ে ঘরের ভেতরে থাকা দরকার। বেরোনো উচিত নয়। আমাদের ডাক্তার, নার্স, পুলিশ ,মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ জানানোর দরকার কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের সেবা করে চলেছেন।